SSC Result 2021 publish date
SSC

এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীটসহ বের করার পদ্ধতি | SSC Result 2022 SMS System

এস এস সি রেজাল্ট ২০২২ মার্কশীটসহ বের করার পদ্ধতি | SSC Result 2022 SMS System

করোনা মহামারির কারণে ২০২০ সালের এসএসসি পরীক্ষা ছাড়াই অটোপাস দেয়া হয়। তারপর সংক্ষিপ্তি ভাবে ২০২১ সালের এসএসসি পরীক্ষা গ্রহণ করা হয়। উক্ত এস এস সি পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের সিন্ধান্ত নেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা সমাপ্তের এক মাসের মধ্যেই এস এস সি রেজাল্ট প্রকাশের ঘোষনা দেয় সরকার। এসএসসি পরীক্ষার ২০২২ এর ফলাফল বা রেজাল্ট ৩০ ডিসেম্বর ২০২২ইং তারিখে সকল বোর্ডের এসএসসি রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমাদের এই ওয়েব সাইটে প্রকাশ করা হবে। SSC Result 2022 বের করার লিংক দেয়া হবে। এখান থেকে সকল বোর্ডের রেজাল্ট দেখতে পাবে।

SSC Result 2021 publish date

এসএসসি পরীক্ষা ২০২২: SSC Exam 2022

সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী অতিদ্রুত এসএসসি পরীক্ষা ২০২২ গ্রহণ করা হয়। যা বাংলাদেশের ইতিহাসে ১ম পরীক্ষা । বিজ্ঞান, বানিজ্য ও মানবিক গ্রুপের ছাত্র/ছাত্রীরা মাত্র ৩টি করে বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৪ নভেম্বর ২০২২ এসএসসি পরীক্ষা ২০২২ শুরু এবং ২৩ নভেম্বর ২০২১ এস, এস, সি পরীক্ষা ২০২১ সমাপ্ত হয়। MCQ এবং CQ পরীক্ষা পদ্ধতি । পরীক্ষার সময় ০১ ঘন্টা ৩০ মিনিট।

 

SSC Result 30 December 2022

 • এসএসসি রেজাল্ট বের সকল পদ্ধতি নিচে দেওয়া হয়েছে।

 

 বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষা ২০২২:

১। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১৪-১১-২০২১ রবিবার

২। রসায়ন (তত্ত্বীয়) ১৬-১১-২০২১ মঙ্গলবার

৩। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ও জীব বিজ্ঞান (তত্ত্বীয়) ২২-১১-২০২১ সোমবার

 

বানিজ্য বিভাগের এসএসসি পরীক্ষা ২০২২:

১। হিসাব বিজ্ঞান ১৫-১১-২০২১ সোমবার

২। ফিন্যান্স ও ব্যাংকিং ২১-১১-২০২১ রবিবার

৩। ব্যবসায় উদ্যোগ ২৩-১১-২০২১ মঙ্গলবার

 

মানবিক বিভাগের এসএসসি পরীক্ষা ২০২২:

১। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৫-১১-২০২১ সোমবার

২। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) ১৮-১১-২০২১ বৃহস্পতিবার

৩। ভূগোল ও পরিবেশ  ২১-১১-২০২১ রবিবার

৪। পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি ২৩-১১-২১ মঙ্গলবার

 

 

এস এস সি পরীক্ষার রেজাল্ট ২০২২: SSC Exam Result 2022

প্রত্যেক এসএসসি পরীক্ষার রেজাল্ট পরীক্ষা সম্পন্ন হওয়ার ২ থেকে ৩ মাসের প্রকাশিত হয়ে থাকে । এ বছর SSC exam result 2021 যেহেতু সংক্ষিপ্ত ভাবে নেওয়া হয়েছে সেহেতু সময় লাগবে খুবই কম। তাই ১ম মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশের ছিল তবে ৩০ ডিসেম্বর এসএসসি রেজাল্ট প্রকাশের ঘোষনা করেছে আন্তবোর্ড সমন্বয়ক। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনার পর শুরু হবে এইচসিতে ভর্তি কার্যক্রম । করোনার কারণে এসএসসি ও এইচএসসি উভয় সেসনই গরমিল হয়েগেছে। তাই পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট দ্রত প্রকাশের মাধ্যমে সেসনজট কমিয়ে আনতে হবে। 

 

এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ : SSC Result 2021 publish Date

এস এস সি রেজাল্ট প্রকাশের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফল প্রস্তুত করে রবিবার ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষনা করবেন । প্রথা অনুযায়ী; ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানবৃন্দ। তাই প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিনই এস এস সি রেজাল্ট 2022 প্রকাশের তারিখ নির্ধারণ করে ফল প্রকাশ করা হবে। সেই প্রথা মোতাবেক ৩০ ডিসেম্বর ২০২১ প্রধানমন্ত্রী এসএসসি রেজাল্ট প্রকাশের চুড়ান্ত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

 

 

এস এস পরীক্ষার রেজাল্ট দেখা ও বের করার পদ্ধতি সমূহ

কয়েকটি উপায়ে এসএসসির ফল বা রেজাল্ট দেখা যায় এবং প্রিন্ট বের করা যায়। আমি এখানে এসএসসি রেজাল্ট দেখা ও বের করার সকল পদ্ধতি সমূহ বিস্তারিত ও বিশদভাবে তুলে ধরব। আপনার আপনাদের রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমাদের এই নিবন্ধনে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এসএসসির রেজাল্ট দেখতে ও বের করতে পারবেন । ডেস্কটপ, লেপটপ কম্পিউটার, ট্যাব, ও স্মার্ট ফোন ও যে কোন সিম ব্যবহার করে অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে। ধাপে ধাপে সকল পদ্ধতিগুলো তুলে ধরা হলোঃ  

অনলাইন পদ্ধতিঃ ডেস্কটপ, লেপটপ কম্পিউটার, ট্যাব, ও স্মার্ট ফোন ব্যবহার করে অনলাইনে এসএসসি রেজাল্ট সহজে নিজেই দেখতে পারবেন । এজন্য ওয়াইফাই, ব্রড ব্যান্ড ইন্টারনেট কানেকশন ও মোবাইলের এমবি কানেক্ট করে নিম্নের পদ্ধতিতে রেজাল্ট দেখা যাবে। 

SSC Result দেখার ওয়েব সাইট: এই ওয়েব সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে রেজাল্ট দেখা যায় এবং প্রিন্ট আউট নেওয়া যায়। এই পদ্ধতিতে রেজাল্ট দেখতে প্রয়োজন হবে-

 • এসএসসি পরীক্ষার রোল নম্বর
 • এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর
 • এস এস সি পরীক্ষার বোর্ডের নাম
 • এস এস সি পরীক্ষার সন
 • প্রদত্ত সিকিউরিটি (ক্যাপচা) কোড

 

এসএসসি রেজাল্ট ২০২২ বের করুন নিম্নের পদ্ধতিতে

SSC Exam Result Web Link: বাংলাদেশের সকল বোর্ডের ছাত্র/ছাত্রীরা এই লিংকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাব ও স্মার্ট ফোনের মাধ্যমে এই লিংকে গিয়ে উপরে উল্লেখিত তথ্য গুলো ব্যবহার করে এস, এস, সি রেজাল্ট ২০২১ বের করতে পারবে। ওয়েব সাইটের লিংকটি হলো:-

SSC Result Website Link-01

https://eboardresults.com/v2/home

এই লিংকে যাওয়ার পর আমরা নিম্রের ছবিটির মতো একটি পৃষ্ঠা পাবো এখানে উপরে উল্লেখিত তথ্যগুলো এন্ট্রি দিয়ে রেজাল্ট বের করতে হবে। ছবিটি নিম্নরূপ:

 

তথ্যগুলো নিম্নের ছবিতে দেখানো পদ্ধতিতে টাইপ করতে হবে এবং Get Result এ ক্লিক করতে হবে। 

SSC Result 2021

Now Click on Get Result

Get Result এ ক্লিক করার পর সার্ভার ঠিক থাকলে নিম্নে দেখানো ২০২০ সালের এই রেজাল্ট পেইজটির মতো পরিপূর্ণ রেজাল্ট পাওয়া যাবে। এই পেইজের একবারে নিচে প্রিন্ট অপশন থাকবে । কম্পিউটার বা ল্যাটটপে প্রিন্টার সংযুক্ত থাকলে প্রিন্ট করা যাবে। রেজাল্টটি নিম্নরুপ:

ssc result 21

 

SSC Result Website Link-02

http://www.educationboardresults.gov.bd/

 • এই লিংকের মাধ্যমের উপরের পদ্ধতি অনুযায়ী ssc result 2021 বের করা যায়। ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে রেজাল্ট বের করতে হয়: এই লিংকে গেলে প্রথমে ছবিটি দেখতে এরকম দেখাবে-এস এস সি রেজাল্ট ২০২১
 • এখানে উপরে প্রথমেই এসএসসি/সমমাান সিলেক্ট করতে হবে।
 • পসের সন ২০২১ সিলেক্ট করতে হবে।
 • শিক্ষা বোর্ড সিলেক্ট করতে হবে। ( যে বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছে)
 • রোল নম্বর টাইপ করতে হবে।
 • রেজিষ্ট্রেশন নম্বর টাইপ করতে হবে।
 • যে কোন একটি যোগ, বিয়োগ বা গুন দেওয়া থাকবে সেটি হিসাব করে রেজাল্ট টাইপ করতে হবে।
 • তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

 

পূরণ করার পর নিচের ছবিটির মতো দেখাবে

এসএসসি রেজাল্ট ২০২১Submit বাটনে ক্লিক করার পর রেজাল্ট পেইজ চলে আসবে।

 

এসএসসি রেজাল্ট ২০২১ SMS এর মাধ্যমে বের করার পদ্ধতি: ‍SSC result by SMS 

SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট পাওয়া যাবে সবচেয়ে আগে। রেজাল্ট ঘোষনার সাথে সাথে নিম্নের পদ্ধতিতে SMS পাঠিয়ে দিলে ঘোষিত সময়ের পর সার্ভার ভাল থাকলে দ্রুত রেজাল্ট যে মোবাইল দিয়ে SMS পাঠানো হবে সে মোবাইলে এসএসসি রেজাল্ট চলে আসবে।

 

 SSC Result 2021 SMS System

 

মেসেজ পাঠাতে হবে তার সঠিক পদ্ধতি নিম্নে উপস্থাপন করা হলোঃ

প্রথমেই লিখতে হবে = SSC (টাইপ করে একবার স্পেস দিতে হবে)

বোর্ড নামের প্রথম তিন অক্ষর = DHA (টাইপ করে একবার স্পেস দিতে হবে)

তারপর তোমার এসএসসি রোল নম্বর = 123456  (টাইপ করে একবার স্পেস দিতে হবে)

তারপর পরীক্ষার সন = 2021

উদাহরণঃ SSC DHA 123456 2021

তারপর পাঠাতে হবে 16222 নম্বরে

Send to 16222

 

এস এস সি রেজাল্ট বোর্ড কোড সমূহ: SSC Result Board Code

ঢাকা বোর্ড = DHA

চিটাগং বোড = CHI

সিলেট বোর্ড = SYL

রাজশাহী বোর্ড = RAJ

বরিশাল বোর্ড = BAR

যশোর বোর্ড = JES

কুমিল্লা বোর্ড = COM

দিনাজপুর বোর্ড = DIN

 

#sscresultpublishdate #sscresultsmssystem

Tag:

SSC result 2021 published time, ssc result 2021 with marksheet, ssc result 2021 with number, ssc result 2021 kokhon dibe, ssc result 2021 prokasher samoy, ssc result koytai dibe, ssc result 2021 sms system, ssc result 2021 dekhar niom, ssc result 2021 dekhar system, ssc result 2021 sms sending system, ssc result sms pathanur system, ssc result 2021 sms format, ssc result sms format 2021, dakhil result 2021, dakhil result publish time, dakhil result sms system, dakhil result 2021 sms number, dakhil result sms format 2021, ssc result with marksheet, ssc subject wise result,

এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ, এসএসসি রেজাল্ট কবে দিবে, এসএসসি রেজাল্ট বের করার পদ্ধতি, এসএসসি রেজাল্ট নম্বরসহ বের করার পদ্ধতি, এসএসসি রেজাল্ট কিভাবে দেখব, এসএসসি রেজাল্ট 2021 মেসেজ পাঠানোর নিয়ম, এসএসসি রেজাল্ট 2021 এসএমএস ফরমেট, এসএসসি মার্কশীটসহ রেজাল্ট,

 

Similar Posts

Leave a Reply