Nursing Admission Circular-2021-2022
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি-২০২১-২০২২
সরকারী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি-2021-2022
সরকারী ও বেসরকারী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২:
বিএসসি ইন নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২। বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা মিডওয়াইফারী এই তিনটি ক্যাটাগরীতে নার্সিং ভর্তি কোর্স রয়েছে। নার্সিং এ পড়তে আগ্রহী সকল ছাত্র/ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আগ্রহে রয়েছে। নার্সিং ২০২১-২২ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়েছে। এখানে-২০২১-২০২২ সেশনের তথ্য অনুযায়ী নার্সিং এ ভর্তিচ্ছুক সকলকে একটি স্বচ্ছ ধারনা এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া হবে।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২: এখনো প্রকাশিত হয়েছে। নিম্নে ২০২১-২০২২ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১-২২ ইং সালের নার্সিং ভর্তির আবেদনের যোগ্যতা, পয়েন্ট, এসএসসি ও এইচএসসি পাসের সন ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ ধারনা তুলে ধরা হলো।
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তিটি ইংরেজীতে দেখতে এখানে ক্লিক করুন।
BSc Nursing Admission Circular 2021-2022
আবেদন ফরম পূরণ, যোগ্যতা সহ আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে সকল তথ্য নিচে দেওয়া হয়েছে।
Nursing Admission Circular 2021-22
নার্সিং ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন
Midwifery Admission Circular 2021-2022
Diploma in Nursing Admission Circular 2021-22
নার্সিং ভর্তির আবেদন 2021-22
নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি ২০২২
ভর্তির আবেদনের লিংক, আবেদনের পদ্ধতি, ফি পরিশোধের পদ্ধতিসহ সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদনের ১ম মেধাতালিকা রেজাল্ট 2021 প্রকাশিত । বিকাল ৪টা থেকে রেজাল্ট পাওয়া যাবে। বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন।
নিম্নে ভর্তির আবেদনের সকল তথ্য বিস্তারিত তুলে ধরা হলো:
সরকারী ও বেসরকারী নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ ও আবেদন
ভর্তির আবেদন বাংলাদেশ নার্সিং ও মিডওয়ািইফারি কাউন্সিল কর্র্তক প্রণীত নীতিমালা অনুয়ায়ী অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে আবেদন করতে হবে:
১। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। আবেদনকারীকে ২০২০ বা ২০২১ ইংরেজী সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে এবং ২০১৮ বা ২০১৯ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের যোগ্য হবে।
BSc Nursing Admission Apply Link,
Nursing & Midwifery Admission Apply Link,
Diploma in Nursing Admission Apply Link
সকল আবেদনের লিংক নিচের দিকে দেওয়া হয়েছে।
নার্সিং এ আবেদনের সাধারণ যোগ্যতা ২০২১-২০২২:
১। ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং): বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) ৩.০০ এর কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে।
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী: যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) ২.৫০ এর কম হবে না ।
৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারী : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী: যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) ২.৫০ এর কম হবে না । তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Nursing Admission Result Link
http://bncdb.bnmc.gov.bd/merit-list/admission/result/
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি। আবেদনের
নার্সিং ভর্তির আবেদনের তারিখ ২০২১-২০২২
আবেদন শুরুর তারিখ: 3 April 2022
আবেদনের শেষ তারিখ: 20 April 2022
আবেদন ফি জমার শেষ তারিখ: 21 April 2022
প্রবেশ পত্র ডাউনলোডের তারিখ: 14 May 2022 10 AM
(অনিবার্য কারণবশত প্রবেশপত্র ডাউনলোড ২দিন পিছানো হয়েছে) নিউজ লিংক-
নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন (thedailycampus.com)
নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ: 20 May 2022
নার্সিং প্রবেশ পত্র ডাউন লোডের পদ্ধতিঃ Nursing admit card download:
প্রথমে আপনাকে নার্সিং এই লিংকে প্রবেশ করুন-
Admission Test for BNMC :: Session: 2021-22 (teletalk.com.bd)
তারপর User ID উপরের খালি ঘরে টাইপ করুন হুবহু যেভাবে আছে।
(ইউজার আইডি এসএমএস এ থাকবে এবং আবেদনের যে কপি আছে সে কপিতেও থাকবে।
আর পাসওয়ার্ড থাকবে-শুধুমাত্র আবেদন ফি পাঠানোর পর যে মেসেজ দিয়েছে সেই মেসেজে)
নিচের খালি ঘরে নার্সিং এর এসএমএস এ প্রাপ্ত পাসওয়ার্ড হুবহু যেভাবে আছে সেভাবে টাইপ করুন।
তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করলে এডমিটকার্ড ডাউনলোড হবে।
তখন আপনি যে কোন জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবেন ।
Nursing Admission Circular 2020-2021
নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ ডাউনলোড
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ।
নার্সিং এ ভর্তি পরীক্ষার মান বন্টন ২০২১-২০২২
নার্সিং এ পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। ১০০ নম্বরের একশতটি এম সি কিউ প্রশ্নের ০১(এক) ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর হবে ৪০। পাশকৃত প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট প্রার্থীরা বেসরকারী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাাবে। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নার্সিং ভর্তিতে প্রার্থী মূল্যায়ন ও নম্বর বিভাজন:
ক) এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) এর জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী মূল্যায়ন করা হবে।
এসএসসি (সমমান) প্রাপ্ত জিপিএ-এর ৪ গুনিতক = ২০ নম্বর (সর্বোচ্চ)
এইচএসসি (সমমান) প্রাপ্ত জিপিএ-এর ৬ গুনিতক = ৩০ নম্বর (সর্বোচ্চ)
এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর
মোট নম্বর = ১৫০ নম্বর।
খ) লিখিত পরীক্ষা ( এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর ।
গ) ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০ (চল্লিশ)
বিএসসি নার্সিং ২০২১-২২ ভর্তি পরীক্ষা ও মান বন্টন:
বিষয় | নম্বর |
বাংলা- | ২০ নম্বর |
ইংরেজী- | ২০ নম্বর |
গণিত- | ১০ নম্বর |
বিজ্ঞান (জীব বিজ্ঞান, পদার্থ ও রসায়ন) | ৩০ নম্বর |
সাধারণ জ্ঞান- | ২০ নম্বর |
সরবমোট নম্বর = |
১০০ |
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি পরীক্ষার মান বন্টন:
বিষয় | নম্বর |
বাংলা- | ২০ নম্বর |
ইংরেজী- | ২০ নম্বর |
গণিত- | ১০ নম্বর |
সাধারণ বিজ্ঞান- | ২৫ নম্বর |
সাধারণ জ্ঞান- | ২৫ নম্বর |
সরবমোট নম্বর= |
১০০ নম্বর |
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২০২১-২০২২ মান বন্টন:
বিষয় | নম্বর |
বাংলা- | ২০ নম্বর |
ইংরেজী- | ২০ নম্বর |
গণিত- | ১০ নম্বর |
সাধারণ বিজ্ঞান- | ২৫ নম্বর |
সাধারণ জ্ঞান- | ২৫ নম্বর |
সরবমোট নম্বর= |
১০০ নম্বর |
নার্সিং আবেদন ২০২১-২০২২ অনলাইনে ফরম পূরণের নিয়ম/ How to Apply Bsc in Nursing, Diploma in Nursing Science & Midwifery, Diploma in Midwifery.
আরো পড়ুন: National University Admission circular.
Nursing Admission Apply Link
নার্সিং এ আবেদনের লিংক: http://bnmc.teletalk.com.bd এই লিংক এ প্রবেশ করে আবেদন শুরু করুন। তারপর নির্ধারিত ছকে আবেদন ফরম অনলাইনে পূরণ করে সাবমিট করতে হবে । সাবমিটের পূর্বে অবশ্যই ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদনের সময় অবশ্যই ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। নার্সিং এ ছবি ও স্বাক্ষরের মাপ ও সাইজ নিম্নে তুলে ধরা হলোঃ
নার্সিং আবেদনের ছবির মাপ:
300×300 pixel মাপের প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি (jpg) ফাইলের সাইজ 100 KB এর বেশি হবে না যা (স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা)।
নার্সিং আবেদনের স্বাক্ষরের মাপ:
300×80 pixel মাপের স্ক্যান করা প্রার্থীর স্বাক্ষর (jpg) কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে।)। ফাইলের সাইজ 60 KB এর বেশি হবে না
নার্সিং ভর্তির আবেদনের ওয়েব সাইট লিংক:
নার্সিং এ ভর্তির আবেদনের লিংক: http://bnmc.teletalk.com.bd
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট: www.dgnm.gov.bd
বিএনএমসি ওয়েবসাইট: www.bnmc.gov.bd
নার্সিং ভর্তির আবেদনের ফি:
১। ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং): কোর্সে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০/- টাকা ।
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী: কোর্সে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০/- টাকা ।
৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারী : এই কোর্সের ফিও ৫০০/-টাকা ।
নার্সিং ভর্তির আবেদন ফরম পূরণের পদ্ধতি:
নার্সিং আবেদন ফরম ফিলাপ যেভাবে করবেন-
- আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। http://bnmc.teletalk.com.bd
- তারপর Apply online application বাটনে ক্লিক করুন ।
- Apply online application এ ক্লিক করার পর নিচের একটি লগিন পেইজ পাবেন। এই পেইজে সকল তথ্যগুলো পূরণ করতে হবে।
- প্রথমে এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে।
- তারপর এসএসসি রোল নম্বর টাইপ করুন।
- তার ডানে এসএসসি রেজিষ্ট্রেশন নম্বর টাইপ করুন।
- তার ডানে এসএসসি পাসের সাল সিলেক্ট করতে হবে।
- এবার এসএসসির মতো এইচএসসির তথ্য গুলো পূরণ করুন এবং এরপর
- নিচে কোর্সের নাম সিলেক্ট করে Next বাটনে ক্লিক করতে হবে।
উপরের সকল তথ্য গুলোর সঠিকভাবে পূরণের পর নিচের ফরমটির মতো একটি ফরম পাবেন। এবার এই ফরমটি সম্পূর্ণ পূরণ করতে হবে।
এই ফরমটিতে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এগুলো ছাড়া আবেদনকারীকে নিম্নোক্ত তথ্যগুলো পূরণ করতে হবে:
- Question Language
- Freedom Fighter Status
- Present Address:
- Permanent Address
- Choice Option
- Exam Center
- Photo upload
- Signature upload
- Validation Code type
- Tic Box Tic mark and
- Submit
আরো পড়ুন: National University Admission circular has been published. Apply start 28 July 2021. click here for Read.
আবেদন সাবমিট হলে একটি এপ্লিকেশন ফরম পাওয়া যাবে । সেটি প্রিন্ট করে রাখতে হবে। সেই ফর্মে একটি ইউজার আইডি থাকবে । সেই আইডি দিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করতে একটি টেলিটক মোবাইলের মাধ্যমে। নিচে আবেদন ফি প্রদানের নিয়ম দেওয়া হয়েছে।
নার্সিং আবেদন ২০২১-২২ ফি প্রদানের নিয়ম:
আবেদন ফরম পূরণ করার পর ঐ ফরমে একটি ইউজার আইডি (User ID) দেয়া হবে। ঐ ইউজার আইডি দিয়ে মেসেজ পাঠিয়ে নার্সিং আবেদন ফি প্রদান করা যাবে। এজন্য শুধুমাত্র টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন্য কোন মাধ্যমে প্রদান করা যাবে না। এজন্য দুটি মেসেজ পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পদ্ধতি হলোঃ
- টেলিটকের মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন DGNM তারপর আবেদন ফরমে উল্লেখিত User ID টাইপ করুন। তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে। আবেদনকারীর নাম ও আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে তা সহ একটি ফিরতি মেসেজ আসবে। ঐ মেসেজে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। এখন ঐ পিন নাম্বার সহ ২য় মেসেজটি পাঠাতে হবে। ২য় মেসেজ পাঠানোর পদ্ধতি নিচে উল্লেখ করা হলো।
- Example: DGNM ABCDEF
- একই পদ্ধতিতে মেসেজে অপশনে গিয়ে টাইপ করুন-DGNM স্পেস (একটি) তারপর YES তারপর প্রাপ্ত পিন নম্বর টাইপ করে সেন্ড করুন-16222 নাম্বারে।
- Example: DGNM YES 123456789
- এবার একটি কনফার্মেশন মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে, আপনার আবেদন ফি প্রদান সম্পন্ন হয়েছে।
বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার সেন্টার
নার্সিং পরীক্ষার জন্য মোট (০৮) আটটি সেন্টার রয়েছে। প্রতিটি সেন্টারের জন্য রয়েছে সেন্টার কোড। একজন পরীক্ষার্থী যে কোন একটি সেন্টার পছন্দ করতে পারবেন। বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার সেন্টার গুলো এবং সেন্টারের কোড গুলো উল্লেখ করা হলো:
পরীক্ষার কেন্দ্র | কেন্দ কোড |
Dhaka | 1 |
Chattagram | 2 |
Rajshahi | 3 |
Khulna | 4 |
Sylhet | 5 |
Barishal | 6 |
Rangpur | 7 |
Mymenshingh | 8 |
আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের তারিখ ২৮ জুলাই শুরু। বিস্তারিত দেখুন এখানে।
নার্সিং আবেদন ২০২১-২০২২ পুরুষ ও মহিলা কোটা নিধারণ:
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএস সি ইন নার্সিং) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে বিদ্যামান মোট আসনের মধ্যে ৯০% মহিলা ও ১০% পুরুষ শিক্ষার্থী ভর্তি করা হবে।
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিএসসি ইন নার্র্সিং কোর্স এর জন্য নার্সিং কলেজের নাম ও আসন সংখ্যা:
Govt. Nursing College List; List of Govt. Colleges:
Code No | Name of the Govt. Nursing College | Name of the Course | Number of Seat |
101 | Dhaka Nursing College, Dhaka | Bachelor of Science in Nursing | 100 |
102 | Rajshahi Nursing College, Rajshahi | Bachelor of Science in Nursing | 100 |
103 | Chattagram Nursing College, Chattagram | Bachelor of Science in Nursing | 100 |
104 | Mymenshing Nursing College, Mymenshingh | Bachelor of Science in Nursing | 100 |
105 | Rangpur Nursing College, Rangpur | Bachelor of Science in Nursing | 100 |
106 | Sylhet Nursing College, Sylhet | Bachelor of Science in Nursing | 100 |
107 | Barishal Nursing College, Barishal | Bachelor of Science in Nursing | 100 |
108 | Dinajpur Nursing College, Dinajpur | Bachelor of Science in Nursing | 100 |
109 | College of Nursing, Sher-e-Bangla Nagor, Dhaka | Bachelor of Science in Nursing | 100 |
110 | Manikgonj Nursing College, Manikgonj | Bachelor of Science in Nursing | 100 |
111 | Shahid Tajuddin Ahmed Nursing College, Gazipur | Bachelor of Science in Nursing | 100 |
112 | Lalmonirhat Nursing College, Lalmonirhat | Bachelor of Science in Nursing | 50 |
113 | Bandarban Nursing College, Bandarban | Bachelor of Science in Nursing | 50 |
Total Seat | 1200 |
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এর তালিকা ও আসন সংখ্যা:
Code No | Name of the Govt. Nursing College | Name of the Course | Number of Seat |
201 | Nursing Institute, Mitford, Dhaka | Diploma in Nursing Science & Midwifery | 80 |
202 | Nursing Institute, Khulna | Diploma in Nursing Science & Midwifery | 80 |
203 | Nursing Institute, Comilla | Diploma in Nursing Science & Midwifery | 80 |
204 | Nursing Institute, Faridpur | Diploma in Nursing Science & Midwifery | 80 |
205 | Nursing Institute, Tangail | Diploma in Nursing Science & Midwifery | 80 |
206 | Nursing Institute, Bogura | Diploma in Nursing Science & Midwifery | 80 |
207 | Nursing Institute, Dinajpur | Diploma in Nursing Science & Midwifery | 80 |
208 | Nursing Institute, Pabna | Diploma in Nursing Science & Midwifery | 80 |
209 | Nursing Institute, Rangamati | Diploma in Nursing Science & Midwifery | 80 |
210 | Nursing Institute, Noakhali |
Diploma in Nursing Science & Midwifery | 80 |
211 | Nursing Institute, Kushtia |
Diploma in Nursing Science & Midwifery | 80 |
212 | Nursing Institute, Jessore |
Diploma in Nursing Science & Midwifery | 80 |
213 | Nursing Institute, Patuakhali |
Diploma in Nursing Science & Midwifery | 80 |
214 | Nursing Institute, Munshigonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
215 | Nursing Institute, Netrokona |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
216 | Nursing Institute, Sherpur |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
217 | Nursing Institute, Rajbari |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
218 | Nursing Institute, Serajgonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
219 | Nursing Institute, Chapai Nowabgonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
220 | Nursing Institute, Kurigram | Diploma in Nursing Science & Midwifery | 50 |
221 | Nursing Institute, Joypurhat |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
222 | Nursing Institute, Thakurgaon |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
223 | Nursing Institute, Brahmonbaria |
Diploma in Nursing Science & Midwifery | 70 |
224 | Nursing Institute, Cox’s Bazar |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
225 | Nursing Institute, Feni |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
226 | Nursing Institute, Moulavi Bazar |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
227 | Nursing Institute, Bhola |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
228 | Nursing Institute, Bagerhat |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
229 | Nursing Institute, Chuadanga |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
230 | Nursing Institute, Magura |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
231 | Nursing Institute, Satkhira |
Diploma in Nursing Science & Midwifery | 70 |
232 | Nursing Institute, Gopalgonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
233 | Nursing Institute, Madaripur |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
234 | Nursing Institute, Perojpur |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
235 | Nursing Institute,Borguna |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
236 | Nursing Institute, Naogaon |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
237 | Nursing Institute, Nilphamari |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
238 | Nursing Institute, Panchagorh |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
239 | Nursing Institute, Kishoregonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
240 | Nursing Institute, Jamalpur |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
241 | Nursing Institute, Jhenaidaha |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
242 | Nursing Institute, Chandpur |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
243 | Nursing Institute, Habigonj |
Diploma in Nursing Science & Midwifery | 50 |
244 | Syeda Zohra Tajuddin Nursing College Kapasia, Gazipur | Diploma in Nursing Science & Midwifery | 50 |
245 | Lalmonirhat Nursing College, Lalmonirhat | Diploma in Nursing Science & Midwifery | 50 |
246 | Bandarba Nursing College, Bandarban | Diploma in Nursing Science & Midwifery | 50 |
Total | 2730 |
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউটের নাম আসন সংখ্যা
List of Diploma In Midwifery Institute & Seat
Institute Code | Name of the Govt: Midwifery Institute | Name of the Course | Number of Seat |
302 | Rajshahi Nursing College, Rajshahi | Diploma in Midwifery | 25 |
203 | Chattagram Nursing College, Chattagram | Diploma in Midwifery | 25 |
204 | Mymenshingh Nursing College | Diploma in Midwifery | 25 |
305 | Rangpur Nursing College, Rangpur | Diploma in Midwifery | 25 |
306 | Sylhet Nursing College, Sylhet | Diploma in Midwifery | 25 |
307 | Barishal Nursing College, Barishal | Diploma in Midwifery | 25 |
208 | Bogura Nursing College, Bogura | Diploma in Midwifery | 25 |
209 | Fouzderhat Nursing College, Chattagram | Diploma in Midwifery | 25 |
310 | Manikgonj Nursing College, Manikgonj | Diploma in Midwifery | 25 |
311 | Nursing Institute, Mitford, Dhaka | Diploma in Midwifery | 25 |
312 | Nursing Institute, Comilla | Diploma in Midwifery | 25 |
313 | Nursing Institute, Noakhali | Diploma in Midwifery | 25 |
314 | Nursing Institute, Tangail | Diploma in Midwifery | 25 |
315 | Nursing Institute, Faridnpur | Diploma in Midwifery | 25 |
316 | Nursing Institute, Khulna | Diploma in Midwifery | 25 |
317 | Nursing Institute, Jessore | Diploma in Midwifery | 25 |
318 | Nursing Institute, Kushtia | Diploma in Midwifery | 25 |
319 | Nursing Institute, Satkhiara | Diploma in Midwifery | 25 |
320 | Nursing Institute, Pabna | Diploma in Midwifery | 25 |
321 | Nursing Institute, Dinajpur | Diploma in Midwifery | 25 |
322 | Nursing Institute, Bogura | Diploma in Midwifery | 25 |
323 | Nursing Institute, Monshigonj | Diploma in Midwifery | 25 |
324 | Nursing Institute, Gopalgonj | Diploma in Midwifery | 25 |
325 | Nursing Institute, Hobigonj | Diploma in Midwifery | 25 |
326 | Nursing Institute, Chandpur | Diploma in Midwifery | 25 |
327 | Nursing Institute, Serajgonj | Diploma in Midwifery | 25 |
328 | Nursing Institute, Rajbari | Diploma in Midwifery | 25 |
329 | Nursing Institute, Jhenaidaha | Diploma in Midwifery | 25 |
330 | Nursing Institute, Joypurhat | Diploma in Midwifery | 25 |
331 | Nursing Institute, Kishoregonj | Diploma in Midwifery | 25 |
332 | Nursing Institute, Moulavi Bazar | Diploma in Midwifery | 25 |
333 | Nursing Institute, Feni | Diploma in Midwifery | 25 |
334 | Nursing Institute, Kurigram | Diploma in Midwifery | 25 |
335 | Nursing Institute, Perojpur | Diploma in Midwifery | 25 |
336 | Nursing Institute, Naogaon | Diploma in Midwifery | 25 |
337 | Nursing Institute, Rangamati | Diploma in Midwifery | 25 |
338 | Nursing Institute, Patuakhali | Diploma in Midwifery | 25 |
339 | Syeda Zohra Tajuddin Nursing College, Kapasia, Gazipur | Diploma in Midwifery | 25 |
340 | Lalmonirhat Nursing College, Lalmonirhat | Diploma in Midwifery | 25 |
341 | Bandarban Nursing College, Bandarban | Diploma in Midwifery | 25 |
Total | 1050 |
নার্সিং ভর্তির আবেদন ২০২২ প্রতিষ্ঠান নির্বাচন:
আবেদনের সময় প্রার্থীকে পছন্দ অনুযায়ী ১০(দশ)টি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ/ইনস্টিটিউট চয়েজ অপশন পূরণ করতে হবে। নার্সিং কলেজের লিস্ট (সারনি-২) থেকে পছন্দের কলেজটি হাইলাইট করে এ্যাড বাটনে ক্লিক করলে সেটা ডান দিকে চলে আসবে। এভাবে এক এক করে নিজের পছন্দ ক্রমানুসারে নার্সিং কলেজগুলোকে ডান দিকে নিতে হবে এবং ডান পাশের লিস্ট হবে পছন্দক্রম। কলেজ পছন্দের তালিকায় কম সংখ্যক কলেজের নাম থাকলে মেধা তালিকা থাকা সত্ত্বেও অপেক্ষমান তালিকায় নাম চয়ে যাওয়া এবং আসন না পাওয়ার সম্ভাবনা বেশী থাকে। এখানে কোন ভাবেই ভুল করা যাবে না। অনুরুপভাবে নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট পছন্দক্রমের ক্ষেত্রেও সারনি-৩ ও ৪ অনুসরণ করতে হবে।
নার্সিং আবেদন ২০২১-২০২২ নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ
- শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচ এসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র;
- এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডসিট/মার্কসীট;
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩০(তিন) কপি সত্যায়িত (প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক) রঙ্গিন ছবি;
- মুক্তিযোদ্ধা কোটায় (মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের) সংরক্ষিত আসনের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/প্রধানমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত অনুলিপি;
- বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙ্গিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;
- জেলা কোটা দাবীর ক্ষেত্রে েইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ পত্র দালিক করতে হবে।
নার্সিং ভর্তির আবেদন ২০২১-২০২২ কোর্স চলাকালীন সুযোগ-সুবিধা ও বিধি নিষেধ:
- নার্সিং কোর্স চলাকালীন সময়ে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণ করতে পারবেন না;
- নার্সিং কোর্সে অধ্যয়ণকালীন সময়ে নির্ধারিত হারে মাসিক বৃত্তিভাতা (স্টাইপেন্ড) প্রদান করা হবে;
- নার্সিং কোর্স চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্র্তক প্রণীত নিধি-বিধান ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলতে হবে;
- পুরুষ প্রার্থীকে নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং আবাসিক সংকুলান না হলে মহিলা প্রার্থীগণকেও নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে।
- নার্সিং কোর্সে যোগদানের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
- নার্সিং কোর্স সমাপ্তির পর সরকারি চাকুরির কোন নিশ্চয়তা প্রদান করা হবে না ;
- অধ্যয়ণকালীন সময় ড্রেসকোড অনুযায়ী পোষাক পরিধান করতে হবে।
২০২১-২০২২ ইং সেশনের ভর্তি পরীক্ষার তারিখ এবং প্রবেশ পত্র প্রদানের তারিখ প্রকাশিত হওয়ার
সাথে সাথে আমাদের এই আর্টিকেলে আপডেট দেওয়া হবে।